উপকরণ :
ধনেপাতা ১০০ গ্রাম, আমচুর চূর্ণ -১ চামচ, বিটলবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো ও কাঁচা লঙ্কা- ২/৩ টি
প্রণালী :
প্রথমে ধনেপাতাগুলো ভালোকরে বেছে নিয়ে ধুয়ে সামান্য জল দিয়ে বেটে নিন। এর সাথে আমচুর চূর্ণ, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো বিটলবণ , অল্পপরিমান চিনি ভালোভাবে মিশিয়ে নিন। নিমিষেই তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি। এটি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবে।
0 মন্তব্যসমূহ