উপকরণ :
পুদিনা পাতা ২৫০ গ্রাম,
নারকেল - ১/২ মালা,
আদা- ১ ইঞ্চি,
জিরে - ১ চামচ,
প্রয়োজন মতো পাতিলেবু/ তেঁতুল
প্রয়োজন মতো কাঁচা লঙ্কা
পেঁয়াজ - ১ টি,
পরিমান মতো লবণ (নুন )।
পদ্ধতি :
পুদিনা পাতা ভালোকরে ধুয়ে নিন। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিন। এবার সমস্ত উপকরণ পেঁয়াজ বাদে মিহি করে বেটে নিন। এরপর পেঁয়াজ ও মিহি করে বেটে ভালোভাবে মিশিয়ে নিন। যদি লেবু ব্যবহার করেন তাহলে সমস্ত কিছু বেটে নেওয়ার পর লেবু রস মিশিয়ে দেবেন। এক্ষেত্রে পেঁয়াজ দেওয়ার দরকার নেই । লবণ স্বাদ মতো দিতে হবে। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেলো পুদিনা পাতার চাটনি। ফ্রিজে রেখে এটি কিছুদিন খেতে পারবেন ।
0 মন্তব্যসমূহ