উপকরণ :
চাল ২৫০ গ্রাম, অড়হর ডাল ২৫০ গ্রাম ও লবণ।
পদ্ধতি :
চাল ও ডাল ৭ থেকে ৮ ঘন্টা ভালোকরে ভিজিয়ে রাখুন। ভেজানো চাল ও ডাল খুব ভালোকরে ধুয়ে নিন। এবার মিক্সিতে মিহি করে বেটে নিন। বাটা মিশ্রণ লবণ দিয়ে ৮ থেকে ১০ ঘন্টা ঢেকে রেখে দিন। এবার ওই মিশ্রণ ইডলি মেকারের বাটিতে মসলিন কাপড়ের উপর ঢেলে অথবা নির্দিষ্ট ছোট ছোট বাটিতে ঢেলে প্রেসার কুকারে ১২ - ১৫ মিনিট স্টিমে রেখে দিন। হয়ে যাবার পর ইডলি গুলি বের করে নিন। মসলিন কাপড় ব্যবহার করলে ইডলি সহজে বের করে নিতে সুবিধা হবে। এবার সাম্বার ডাল ও চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ