Ad Code

Ticker

6/recent/ticker-posts

দই পনির [ DOI PANEER ]

 


উপকরণ :

পনির ৫০০ গ্রাম, ক্যাপসিকাম ৪ টি, কর্ণফ্লাওয়ার ৪ চামচ,  ভিনিগার ৫ - ৭ টেবিল চামচ, আদাবাটা ২ চামচ, লঙ্কাগুঁড়ো ২ চামচ, কাঁচা লঙ্কা কয়েকটি, চিনি ১ কাপ, টকদই ১ কাপ, ঘি ৩ চামচ, লবন ও প্রয়োজন মতো রিফাইন্ড তেল। 

পদ্ধতি :

পনির ও ক্যাপসিকাম সাইজ মতো কেটে নিন। কাঁচা লঙ্কাগুলো চিরে নিন।  দই , কর্ণফ্লাওয়ার, আদাবাটা , লঙ্কাগুঁড়ো, চিনি ও প্রয়োজন মতো লবন দিয়ে ভালোকরে ফেটিয়ে নিন। কড়াইতে তেল ও ঘি দিয়ে ক্যাপসিকাম নাড়তে থাকুন। এবার ভিনিগার ও চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। যখন দেখবেন তেল ও মশলা আলাদা হয়ে যাচ্ছে তখন ফেটিয়ে রাখা দই দিয়ে দিন।  প্রয়োজন মতো জল দিন। ফুটে উঠলে পনির ঢেকে দিন। মিনিট কয়েকপরে ঝোল ঘন হলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code